বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি?/ বজ্রপাতের সময় কি মোবাইল ফোন বন্ধ রাখা উচিত?
বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে সঙ্গে সঙ্গে স্মার্টফোন বন্ধ করে দেওয়া দরকার। কারণ, স্মার্টফোনের মাধ্যমে অনেক সময়ই তড়িতাহত হওয়ার সম্ভাবনা থাকে। বিজ্ঞানীদের মতে, মোবাইল থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি বের হয়, যা বজ্রপাতকে নিজের দিকে টেনে নেয়। যার জেরে বড় বিপদ হতে পারে। প্রথমেই মোবাইলের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পারমর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খুব বেশি বিদ্যুৎ চমকালে বা বাজ পরার পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত মোবাইল ফোনটিকে। তাতে ফোনটিও সুরক্ষিত থাকবে। নিরাপদে থাকবেন আপনিও। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, কম্পিউটার-ল্যাপটপের দিকেও আকাশ বিদ্যুৎ আকৃষ্ট হয়। সেজন্য যখনই এমন আবহাওয়া দেখা দেয়, তখনই এই ধরনের যন্ত্রপাতি বন্ধ করে দেওয়া উচিত।
একই সময়ে, বৈদ্যুতিক খুঁটি আকাশ বিদ্যুতের পরিবাহী হিসাবে কাজ করে। তাই আবহাওয়া খারাপ থাকলে বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকা উচিত।
বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে সবার আগে যা করনীয়-
১. রাস্তাঘাটে একেবারেই থাকা উচিত নয়। যেকোনও নিরাপদ জায়গায় চলে যেতে হবে।
২. সানশেড কিংবা জানালার পাশে একেবারেই থাকা সঠিক নয়।
৩. জলের সঙ্গে কোনওরকম স্পর্শ যেন না থাকে। স্নান করা, বাসন মাজা, সাবান কাচা একেবারেই করা যাবে না।
৪. যেকোনও বৈদ্যুতিন যন্ত্রের থেকে দূরে থাকতে হবে।
৫. ল্যান্ডফোন ব্যবহারের পরিবর্তে প্রয়োজন মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে।